আন্তর্জাতিক

প্রথম ক্যাম্পেইনে ট্রাম্পের সমালোচনা কমলা হ্যারিসের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন জো বাইডেন। ফলে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিরাও হ্যারিসকে সমর্থন দিচ্ছেন।

Advertisement

উইসকনসিনে সমর্থকদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, আগামী সপ্তাহগুলোতে দলকে ঐক্যবদ্ধ করতে কাজ করবেন তিনি। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনকে সামনে রেখে হ্যারিস এ কথা বলেন।

ক্যালিফোর্নিয়ায় অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকাকালীন সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। যার মধ্যে রয়েছে নারী নির্যাতনকারী, ভোক্তাদের সঙ্গে প্রতারণাকারী, নিজের স্বার্থ হাসিলের জন্য নিয়ম ভঙ্গকারী।

কমলা বলেন, সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পের ধরন জানি।

Advertisement

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। এতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল।

তবে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ানোর আকস্মিক ঘোষণা দেন জো বাইডেন।

সূত্র: সিএনএন,বিবিসি

এমএসএম/জেআইএম

Advertisement