বিনোদন

যুক্তরাষ্ট্রের আনন্দমেলায় গেছেন ঢাকার যে তারকারা

কণ্ঠশিল্পী মিলা, প্রতীক হাসান, ডিজে রাহাত, নায়িকা তমা মির্জা, মন্দিরা চক্রবর্তী, নায়ক জায়েদ খান, নির্মাতা রায়হান রাফিসহ একগুচ্ছ ঢাকাই তারকা প্রস্তুত ছিলেন। বাক্স-পেটরা বেঁধে লস অ্যাঞ্জেলেসের পথে পৌঁছেও গিয়েছিলেন প্রায় সবাই। সামাজিক যোগাযোগমাধ্যম যতক্ষণ সচল ছিল, দেখা গিয়েছিল তাদের হাস্যজ্বল মুখগুলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতি জ্বলার অপেক্ষায় ছিল প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা'

Advertisement

প্রতি বছর এই আনন্দমেলায় গিয়ে হাজির হন কয়েক হাজার বাঙালি। অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকা। নেচে-গেয়ে প্রবাসীদের মন মাতিয়ে আসেন তারা। এ বছরও ২০ ও ২১ জুলাই এ আনন্দমেলায় দেওয়া হয়েছে স্মারক সম্মাননা। দুইদিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং স্থানীয় মেয়র ভারগেস মাইকেলের।

বাংলাদেশ থেকে আরও যারা অংশ নেওয়ার কথা জানা গিয়েছিল, তারা হলেন কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফ প্রমুখ। এ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিল নীল হুরে জাহানের।

আনন্দমেলা আয়োজক কমিটির পক্ষে মুহাম্মদ আলী এই শিল্পীদের সেখানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের অতি পরিচিত আয়োজন এই আনন্দমেলা। একেবারে নন প্রফিটেবল অনুষ্ঠান এটি। প্রতি বছর এখানকার বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন এখানে আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলা।’

Advertisement

আনন্দমেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। এতে হাজার বাংলাদেশি উপস্থিত হয়ে দুটো দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটা আরও সুদৃঢ় হয়। কমিউনিটির বিশিষ্টজন, রাজনীতিবিদ, সমাজসেবকসহ অনেকেই উপস্থিত থাকেন।’

শেষ খবর পাওয়া পর্যন্ত এ আনন্দমেলা যথাযথভাবে উদযাপিত হয়েছে।

এমআই/আরএমডি/জিকেএস

Advertisement