সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: বর্ষা

মেঘ গুড়গুড় বৃষ্টি নামে আষাঢ়-শ্রাবণ মাসে,রিম ঝিমঝিম সুরের তালে ময়ূরপঙ্খী নাচে। মেঘ-রৌদ্রের লুকোচুরি আকাশ করে খেলা,কালো মেঘে আঁধার আনে সারাটা দিন বেলা।

Advertisement

লেখক-কবির কাব্যিকতায় আনে লেখার সুখ,পল্লি-মায়ের কষ্ট জীবন অনাহারি মুখ।জুঁই, চামেলি, হাসনাহেনা ফোটে নানান ফুল,উথালপাথাল ঢেউয়ের সঙ্গে ভাঙে নদীর কূল।

বৃষ্টি পড়ে বৃক্ষরাজি সতেজ করে বন,পাকা ফলের মিষ্টি সুবাস মাতাল করে মন।কালো মেঘের হাঁকাহাঁকি আষাঢ় বানের ঢল,গরিব-দুঃখীর কষ্ট জীবন অশ্রু ভরা জল।

বিষাদ হয়ে কারো জীবন ঢেউয়ের সঙ্গে ভাসে,বিত্তবানের বিলাস জীবন সুখের সঙ্গে হাসে।ভাঙা-গড়ার জীবন নিয়ে আসে বারংবার,বর্ষাকালের সবুজ ধরা বৃষ্টির অহংকার।

Advertisement

এসইউ/