জাতীয়

সড়কে যানজট, গণপরিবহন সংকটে নাজেহাল সাধারণ মানুষ

টানা তিনদিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস-আদালত খুলেছে আজ বুধবার (২৪ জুলাই)। এ কারণে ঘর থেকে বের হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে সড়কে তৈরি হয়েছে ব্যাপক যানজট। একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

Advertisement

আজ সকাল ১০টার পর রাজধানীর মহাখালী এলাকায় দেখা গেছে, অফিস খোলায় বের হয়েছেন সাধারণ মানুষ। মহাখালী ফ্লাইওভার থেকে কাকলী পর্যন্ত সড়কে দেখা গেছে গাড়ির জট। আবার অনেককেই দেখা গেছে পায়ে হেঁটে চলাচল করতে।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।

মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও।

Advertisement

আইএইচও/এমএইচআর/জেআইএম