জাতীয়

ঢাকার ৮ থানার ওসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গত ২২ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে তাদের বদলির এ আদেশ দেওয়া হয়।

Advertisement

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা ও কার্যকর ব্যবস্থা নিতে না পারার কারণে আট থানার ওসি বদলি করা হয়েছে। ডিএমপির আরও কয়েকটি থানার ওসিকে বদলি করা হতে পারে।

আরও পড়ুন সকাল থেকেই ঢাকার রাস্তায় চলছে গণপরিবহন  অফিস-আদালত খুলছে আজ, কারফিউ শিথিল ১০টা-৫টা  সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে 

বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন, ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কবির, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, দারুস সালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, তুরাগ থানার ওসি শেখ সাদিক, দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের।

তবে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের এই বদলি করা হয়েছে।

Advertisement

টিটি/এসএনআর/জিকেএস