টানা তিনদিনের সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) চালু হচ্ছে সব ধরনের অফিস এবং আদালত। আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে অফিস ও ব্যাংকের লেনদেন। অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
Advertisement
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো মঙ্গলবার এসব সিদ্ধান্ত জানিয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। এরপর রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
তবে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।
আদালত বসবে আজএদিকে বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে বিচারকাজ চলবে।
এর আগে কারফিউ ও সারাদেশে সাধারণ ছুটির মধ্যে রবি, সোম ও মঙ্গলবার বন্ধ ছিল সব আদালত। তবে রোববার বসেছিলেন আপিল বিভাগ।
Advertisement
এমএইচআর/জেআইএম