দেশজুড়ে

নীরবে বাড়ছে চালের দাম, নিরুপায় ক্রেতা

দিনাজপুরের বিরামপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ চাল ব্যবসায়ীদের।

Advertisement

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা জাতের গুটি স্বর্ণা এক সপ্তাহ আগে ৪৪ টাকা কেজি ছিল, এখন ৪৮ টাকা। আটাশ জাতের (লোকাল) ৪৪ টাকা থেকে বেড়ে এখন ৪৮ টাকা, আটাশ (অটো) ৪৭ থেকে বেড়ে ৫২ টাকা, মিনিকেট ৫৬ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, কাটারি ৫৮ থেকে বেড়ে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

ষাটোর্ধ্ব অটোরিকশা চালক জয়নাল আবেদীন বলেন, কদিন আগে মোটা জাতের চাল কিনলাম ৪৪ টাকা কেজি। আজ শুনি দাম বেড়ে ৪৮ টাকা কেজি হয়েছে। আমার সংসারে তিনজন খানেওয়ালা। দিনে দুই কেজি চাল দরকার হয়। তরিতরকারি কিনে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলার কাটলা বাজারের চাল ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন, কয়েক দিন আগে মোটা জাতের চাল ৪৩-৪৪ টাকায় বিক্রি করেছি। এখন হঠাৎ করেই দাম প্রতি কেজিতে ৪ টাকা বেড়ে ৪৭-৪৮ টাকায় বিক্রি করছি।

Advertisement

তিনি বলেন, প্রতিটি মিলে অঢেল ধান মজুত থাকার পরও চাল উৎপাদন ইচ্ছাকৃতভাবে কম করছে। আড়তে চালের সরবরাহ থাকলেও অযথা দাম বাড়িয়ে দিচ্ছেন মিল মালিকরা। আমরা ছোট ব্যবসায়ীরা তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছি।

চাল ব্যবসায়ী সামসুদ্দীন জানান, কয়েক দিনের তুলনায় বাজারে চালের সরবরাহ কিছুটা কমেছে। ফলে দাম বেড়েছে। তাছাড়াও মানুষ বেশি দামের আশায় ধান গোডাউনে রাখায় চালের সরবরাহ কমেছে।

মাহাবুর রহমান/এফএ/জেআইএম

Advertisement