পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক কুয়াকাটা ছেড়েছেন প্রশাসনের নিরাপত্তায়।
Advertisement
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১২টায় কুয়াকাটা থেকে চারটি পরিবহনে তাদের পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন। এর আগে গত কয়েকদিনের বিভিন্ন সময়ে আসা এসব পর্যটকরা শুক্রবার (১৯ জুলাই) থেকে আটকা ছিলেন।
জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী অস্থিরতায় যানচলাচল বন্ধ হয়ে গেলে পবিত্র আশুরা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় বেড়াতে এসে আটকে পড়ে অসংখ্য পর্যটক। শুক্রবারের পরে কাছাকাছি বা রাজধানীর বাহিরে গন্তব্য এমন পর্যটকরা বিভিন্ন মাধ্যমে কুয়াকাটা ছেড়েছেন তবে রাজধানীগামী পর্যটকরা নিরাপত্তার কারণে কুয়াকাটায় অবস্থান করেন। আটকা পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই মাইকিং করে পুরো এলাকায় গাড়ি ছাড়ার কথা জানিয়ে দেয়। পরে আটকা পড়া পর্যটকরা পর্যটন হলিডে হোমসের সামনে এসে জড়ো হলে সেখান থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় পর্যটকবাহী বাসগুলো।
হাসিব উদ্দিন ভূঁইয়া নামের এক পর্যটক জানান, আমি ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা গত বুধবার কুয়াকাটা এসেছি দুই সন্তান, পরিবার নিয়ে। শুক্রবার ফিরতে চেয়েছি কিন্তু সেদিন থেকে যানবাহন বন্ধ এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা কুয়াকাটা ত্যাগ করতে পারিনি। সকালে মাইকিং শুনলাম যে সেনাবাহিনীর পাহারায় পাঠানো হবে তাই সাকুরা গাড়িতে টিকিট নিলাম আশাকরি খুব ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারবো।
Advertisement
গ্রিন লাইনের বাসে ৩২ ও তিনটি সাকুরা বাসে ১১৪ জন এবং সকালে গ্রান্ডপার্ল হোটেল থেকে ১০ পর্যটক কুয়াকাটা ছেড়েছেন।
হোটেল কানশাই ইনের পরিচালক মো. জুয়েল ফরাজি জানান, বৃহস্পতি ও শুক্রবারের ২০ পর্যটক মঙ্গলবার পর্যন্ত হোটেলে ছিলো। তারা শুক্রবার ফিরে যাওয়ার কথা থাকলেও খারাপ পরিস্থিতির কারণে তাদের সার্বিকভাবে সহযোগিতা করেছি।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের মধ্যে যারা আটকা পড়েছিল তাদেরকে সার্বিকভাবে হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং ট্যুর অপারেটররা সহযোগিতা করেছে। আজকের আগেও বিভিন্ন স্থানের অনেক পর্যটক গন্তব্য পৌঁছালেও ঢাকা থেকে আগতরা প্রশাসনের নিরাপত্তায় আজ চলে গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কুয়াকাটায় আগত পর্যটকরা আটকা পড়ে। তাদেরকে চারটি গাড়িতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সেনাবাহিনীর সহায়তায় ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
Advertisement
আসাদুজ্জামান মিরাজ/এএইচ/জেআইএম