জাতীয়

ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত বুধবার

কোটা সংস্কার আন্দোলনে ঢাকার মহাখালীতে বাধার মুখে পড়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ এখনো সচল হয়নি। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম।

Advertisement

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিনি বলেন, আমাদের মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

এএএইচ/জেএ্ইচ/এমএস