জাতীয়

দফায় দফায় সংঘর্ষে ফের রণক্ষেত্র যাত্রাবাড়ী

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ যাত্রাবাড়ী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনকালেও সংঘর্ষ চলছিল।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষ চলছিল।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় অনেকেই যোগ দিয়েছেন। তারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পুলিশেন সঙ্গে সংঘর্ষে জড়ান।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’

Advertisement

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’

ডিবিপ্রধান বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।’

আইএইচআর/কেএসআর/জিকেএস

Advertisement