দেশজুড়ে

রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষার্থী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশত আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মর্ডান মোড়ের তাজহাট থানা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।এর আগে রংপুর জিলা স্কুল চত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে তাজহাট থানা ঘেরাও করতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ও প্রশাসনের গাড়ি দেখলেই হামলা করছেন আন্দোলনকারীরা। মোবাইল দিয়ে ভিডিও করলেও আক্রমন করছেন। বেশ কয়েকজন সাংবাদিকের ওপরেও হামলা হয়েছে। মর্ডান মোড় ও তাজহাট থানা এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, তাজহাট থানায় আন্দোলনকারীদের হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Advertisement

জিতু কবীর/এএইচ/এএসএম