কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা সড়কের দুই পাশে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। শিক্ষার্থীরা কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে হামলায় মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। তবে শিক্ষার্থীদের পাশেই সতর্ক অবস্থান রয়েছে পুলিশ।
বৈষম্য বিরোধী আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। পুলিশ বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Advertisement
দায়িত্বে থাকা কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাতুল কুমার বলেন, আমরা চাই তারা কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড যেন না করে। বিক্ষোভকারীরা বলেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিক্ষোভ করবে। তারা শান্তিপূর্ণভাবে করুক আমরা আমাদের অবস্থান নিয়ে আছি।
মুনজুরুল ইসলাম নাহিদ/এএইচ/এএসএম