চলমান ছাত্র আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার প্রতিবাদ জানিয়েছেন মঞ্চ অভিনেত্রী এশা ইউসুফ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ফেসবুকে একটি পোস্ট লিখে তিনি এই আন্দোলন নিয়ে নিজের অভিমানের কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি এই মরণ কামড় মনে রাখবো।’
Advertisement
ফেসবুকে এশা ইউসুফ লিখেছেন, ‘আমি কিন্তু কিছু ভুলবো না। এই যে সবাই বলে না, বাঙালি কিছু মনে রাখে না... এটা সত্যি না। আমি কিছু ভুলবো না। এক একটা চিৎকার, এক একটা ভুল সিদ্ধান্ত, এক একটা মৃত্যু, এক একটা গুলি, এক একটা লাঠির আঘাত, প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা চুরি, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা দুঃস্বপ্নের কারণ হওয়ার জন্য, আমি এই মরণ কামড় মনে রাখবো। যে রক্ত গতকাল বাংলার মাটিতে পড়েছে, সেই রক্ত দিয়ে প্রত্যেকটা দাবি আকাশে লিখে দেব।’
আরও পড়ুন:
বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ থাকতে পারি না: সুমন কোটা আন্দোলন নিয়ে যা বললেন মেহজাবীনবীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর মেয়ে এশা আরও লিখেছেন, ‘আমি সব কিছু মনে রাখবো। পুরো দেশের এই বিভাজন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে আজকের প্রজন্মের কাছে হাসির পাত্র বানানো, আমি খুব ভালোভাবে মনে রাখবো। আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান, আমার অহংকারের ওপর এই আঘাতকে আমি মনে রাখবো। এই যে পলিটিকাল গেইনের জন্য প্রত্যেকটা মুভমেন্ট অন্যদিকে নিয়ে যাওয়া এবং সব কিছুর শেষে মুক্তিযুদ্ধকে কমোডিটি করে ব্যবহার করা, এটাও সারা জীবন মনে রাখবো। আমার যখন সন্তান হবে, সে জন্মের আগে থেকেই এই প্রজন্মের বিরোধী হয়ে জন্মাবে, কারণ ও একজন মুক্তিযোদ্ধার নাতি। আমার ভিতর থেকে যখন ওই বাচ্চাটা বের হবে, আমি তখন ঠিক এই কথাটাই মনে রাখবো, আমি সব কিছু মনে রাখবো।’
Advertisement
সব অন্যায় যারা মুখ বুঝে সহ্য করছেন, তাদের উদ্দেশে ওই পোস্টে এশা লিখেছেন, ‘এই যে সেফটি নেট-এর একটা ইল্যুসন, সব ঠিক আছে, সব ভালো আছে, আমরা ভালো আছি, এই ইল্যুসনটা ভেঙে গেছে আরও অনেক আগেই। এই দেখেও না দেখার ভান, আমি ভুলতে চাইলেও, ভুলতে পারবো না, তাই আমি সব কিছু মনে রাখবো।’
এশা ইউসুফ ঢাকা থিয়েটারের একজন কর্মী। তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত। ‘আয়নাবাজি’ ও ‘গেরিলা’ সিনেমা দুটির প্রযোজক ছিলেন তিনি। এশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও নন্দিত অভিনেত্রী শিমুল ইউসুফের মেয়ে।
আরএমডি/এএসএম
Advertisement