জাতীয়

পিতৃতুল্য নাগরিক হিসেবে আন্দোলন স্থগিতের অনুরোধ করছি: আইনমন্ত্রী

দেশের একজন পিতৃতুল্য নাগরিক হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সহিংসতা বন্ধ করে আন্দোলন প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের এক জরুরি ব্রিফিংয়ে এ অনুরোধ জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘কোমলমতি যেসব শিক্ষার্থী কোটাবিরোধী আন্দোলন করছেন আমরা তা বিশদভাবে পর্যালোচনা করে দেখেছি। যেহেতু সরকার তাদের বিষয়গুলো বিবেচনা করে এই দাবিগুলোতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজ থেকে আর আন্দোলন করার কোনো প্রয়োজন নেই।’

‘আমি তাদের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসেবে আমরা তাদের অনুরোধ করছি তারা যেন সহিংসতা বন্ধ করে এবং আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।’

Advertisement

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তাদের এ প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। এ প্রস্তাবের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। তারা যদি আজ রাজি হয় তাহলে আমরা আজই বসতে রাজি আছি।’

আইনমন্ত্রী আরও বলেন, ৭ আগস্ট যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটি এগিয়ে আনা হবে। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন। যাতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনা যায়। গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী আমরা হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে কমিটির জন্য দায়িত্ব দিয়েছি। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে।’

এএসএ/এএসএম

Advertisement