জাতীয়

মিরপুর-১০ গোলচত্বরে পুলিশ বক্সে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ বক্সে আগুন লাগানো হয়। আগুনের ঘটনায় মিরপুর-১০ নম্বরে মেট্রোরেলের লাইন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

Advertisement

এদিন শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ ছিল। ১০টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

এ সময় গোলচত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর আন্দোলনকারীরা অবস্থান নেন আল-হেলাল হাসপাতালের সামনে।

আন্দোলনকারীদের আরেকটি দল অবস্থান নেয় মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। পরে আন্দোলনকারীরা গোলচত্বর এলাকা তাদের দখলে নেন।

সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের সব দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

Advertisement

টিটি/এমএমএআর/এএসএম