সব রঙের পোশাক সবার জন্য নয়। ফ্যাশন স্টাইলিস্টরা সাধারণত স্কিন টোন অনুযায়ী পোশাকের রং বাছাই করেন। আপনি যদি স্কিন টোন অনুযায়ী রং না বেছে পোশাক পরেন, তাহলে কখনো আপনার সৌন্দর্য ফুটে উঠবে না।
Advertisement
অন্যদিকে সঠিক রঙের পোশাক পরলে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন। আপনার স্কিনটোন অনুযায়ী কোন রঙের পোশাক পরা উচিত তা কীভাবে বুঝবেন? চলুন জেনে নেওয়া যাক-
রং নিয়ে বিশ্লেষণ করুনকালার অ্যানালিসিস বা রং বিশ্লেষণ হলো কোনো ব্যক্তির ত্বকের বর্ণ, চোখের রং ও চুলের রঙের সঙ্গে পোশাক কিংবা মেকআপ শেডগুলোর রংগুলো মিলিয়ে তা নির্ধারণ করার একটি পদ্ধতি।
লন্ডনের ফ্যাশন রিটেল একাডেমির অধ্যাপক তথা সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যান্টনি ম্যাকগ্র্যাথ জানিয়েছেন, সর্বদা একটজন স্টাইলিস্ট বা পেশাদার রং বিশ্লেষকের কাছ থেকে কালার অ্যানালিসিস করাটা খুবই জরুরি।
Advertisement
সংক্ষেপে বলতে গেলে, স্কিন টোন ব্যবহার করে আপনি বুঝতে পারবেন, যে আপনি ওয়ার্ম না কুল এবং সমগ্র কালারিং অর্থাৎ আপনার ত্বক কতটা ডার্ক বা লাইট তা নির্ধারণ করতে পারবেন।
সঠিক রং বেছে নেওয়াকোন রং আপনার প্রিয় সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন রঙে আপনাকে মানাচ্ছে? আপনার ত্বকের সঙ্গে কোন কোন রং ভালো দেখাচ্ছে, তা জানতে হবে আপনাকেই। কারণ ভুল রঙের পোশাক পরলে আপনার পুরো লুকটাকে নষ্ট হতে পারে।
রং বাছাই করবেন কীভাবে?প্রথমে আপনার আন্ডারটোন নির্ধারণ করুন। আপনার ত্বক যতই কালো বা ফর্সা হোক না কেন, ত্বকের আন্ডারটোন হয় মূলত- কুল (শীতল) বা ওয়ার্ম (উষ্ণ)। আর তা না হলে নিরপেক্ষ হবে।
আরও পড়ুন ৫০ বছরের ঐশ্বরিয়ার রূপের রহস্য কী?বর্ষায় ত্বক ও চুলের যত্নে যা করবেনআন্ডারটোন কী?
Advertisement
আপনার কব্জির কাছের শিরাগুলো দেখুন। আপনার ত্বকের নীচের শিরাগুলো যদি নীল বা সবুজ দেখায়, তাহলে বুঝবেন কুল আন্ডারটোন। আর না হলে আপনার ওয়ার্ম আন্ডারটোন।
আন্ডারটোন অনুসারে কোন রং মানানসই?কুল আন্ডারটোন
কুল আন্ডারটোনের সঙ্গে বেগুনি রং, উজ্জ্বল নীল, সবুজ, হলুদ, কুল গ্রে, ক্রিস্প ওয়াইটসহ যে কোনো সি-শেড (সি-ব্লু, সি-গ্রিন) খুব ভালো মানায়।
ওয়ার্ম আন্ডারটোন
ওয়ার্ম আন্ডারটোনে যে কোনো আর্থ টোন কালার যেমন- কমলা, হলুদ, হালকা তামাটে ও অফ হোয়াইট রং বেশ মানিয়ে যায়।
আপনার ত্বকের সঙ্গে সূর্যের প্রতিক্রিয়া লক্ষ্য করুন
শীতল আন্ডারটোনযুক্ত লোকেরা উষ্ণ আন্ডারটোনযুক্ত ব্যক্তিদের চেয়ে খুব সহজে সানবার্ন হয়ে যায়, সেখানে ওয়ার্ম আন্ডারটোনযুক্ত ব্যক্তিরা সূর্যালোকে কেবল কালো হয়ে যান।
নিউট্রাল আন্ডারটোন
কুল নাকি ওয়ার্ম, কোন আন্ডারটোন আপনার তা যদি না বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি নিউট্রাল আন্ডারটোনে পড়েন। এ ধরণের মানুষের সঙ্গে প্রায় সব রং মানায়।
তবে উজ্জ্বল রং বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া লাল, গাঢ় বেগুনি এসব রং কমবেশি সবাইকে পরলেই সুন্দর দেখায়।
কোন আন্ডারটোনে কোন জুয়েলারি পরবেন?রূপালি গয়না কুল আন্ডারটোনের সঙ্গে ভালো মানায়। আর সোনার গয়না সাধারণত ওয়ার্ম আন্ডারটোনে বেশি ভালো লাগে।
ঠিক তেমনই কালো বা সাদা রংটি কুল আন্ডারটোনে বেশি মানায়। অন্যদিকে আইভোরি বা ব্রাউনের কোনো শেড বা ব্রাউন রঙের পোশাক ওয়ার্ম আন্ডারটোনকে ইঙ্গিত করে।
সূত্র: ওমেনঅ্যান্ডহোম
জেএমএস/জেআইএম