জাতীয়

চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন আইনমন্ত্রী

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন আইনমন্ত্রী আনিসুল হক।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় আইনমন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

Advertisement

‘কমপ্লিট শাটডাউনে’ উত্তাল ঢাকা রণক্ষেত্র উত্তরা, পুলিশ বক্স ভাঙচুর মিরপুরে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। কোথাও কোথাও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা জাগো নিউজের নিজস্ব প্রতিবেদকরা জানিয়েছেন, উত্তরা, আজিমপুর, খিলক্ষেত, নতুনবাজার থেকে রামপুরা, কাকরাইল, মিরপুর-১০, যাত্রাবাড়ী, শনিরআখড়া, পুরান ঢাকা, ঢাকা ক্যান্টমেন্ট এলাকার ইসিবি চত্বরে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।

বিএ/জেআইএম

Advertisement