জাতীয়

মিরপুরে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর পৌনে ২টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আন্দোলনকারীদেরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

আরও পড়ুন

Advertisement

শিক্ষার্থীদের সঙ্গে আমরা আজই বসতে রাজি আছি: আইনমন্ত্রী উত্তপ্ত বাড্ডা দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, টোল প্লাজায় আগুন

এদিন শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ ছিল। ১০টার দিকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

এ সময় গোলচত্বর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর আন্দোলনকারীরা অবস্থান নেন আল-হেলাল হাসপাতালের সামনে।

আন্দোলনকারীদের আরেকটি দল অবস্থান নেয় মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। পরে আন্দোলনকারীরা গোলচত্বর এলাকা তাদের দখলে নেন।

এদিকে সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের সব দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

Advertisement

টিটি/ইএ/জেআইএম