দেশজুড়ে

রংপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রংপুর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এমনকি কোনো বাস রংপুরে প্রবেশ করেনি। সেইসঙ্গে আন্তঃজেলা বাস চলাচলও কমে গেছে।

Advertisement

রংপুর নগরীর কামারপাড়ার ঢাকা বাসস্ট্যান্ডে রংধনু পরিবহনের কাউন্টার ম্যানেজার রকি মিয়া বলেন, ছাত্ররা সারাদেশে আজ শাটডাউন কর্মসূচি দিয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এমনকি ঢাকা থেকেও কোনো গাড়ি আসছে না।

শ্যামলি পরিবহনের সুপার ভাইজার হাসান আলী বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কিছু বাস আজ ভোরে স্ট্যান্ডে ঢুকেছে। কিন্তু রংপুর কামারপাড়া স্ট্যান্ড থেকে আজ কোনো বাস ছাড়েনি।

টার্মিনাল স্ট্যান্ডের যাত্রী আব্দুল কাদের বলেন, সকালে ঢাকায় যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু বাস বন্ধ। তাই ফিরে যেতে হচ্ছে।

Advertisement

কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেডিকেল মোড়, মাহিগঞ্জ ও মর্ডান মোড় ঘুরে দেখা যায়, আন্তঃজেলা রুটের বাস হাতেগোনা কয়েকটি চলাচল করলেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেন ছেড়ে গেছে বলে জানা গেছে।

জিতু কবীর/এফএ/এএসএম