আইন-আদালত

আবু সাঈদের পরিবারকে সহায়তায় আইনজীবীর ফান্ড সংগ্রহের আহ্বান

কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে এ ফান্ডে সবাইকে অর্থসহায়তার জন্য আহ্বান জানিয়েছেন।

Advertisement

আল মামুন রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফেসবুক পোষ্টে তিনি লিখেছেন, ‘আমি শুরুতে আবু সাঈদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ফান্ড ঘোষণা করলাম। চাইলেও আমরাও আন্দোলনে সহযোগী হতে পারছিনা। কিন্তু আমরা চাইলে প্রিয় ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি। তাই আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পোস্টে টাকা পাঠানোর জন্য দুইটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো- ০১৯১৬২২৪৫৫১ (বিকাশ) ও ০১৯১৬২২৪৫৫১ (নগদ)।'

আরও পড়ুন>>>চিরনিদ্রায় শায়িত বেরোবির আবু সাঈদনিহত আবু সাঈদের নামে গেট-চত্বর

তিনি লিখেন, কোটা সংস্কার আন্দোলনে যত জন নিহত হয়েছেন তার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা হলো আবু সাঈদের পরিবারের। দিনমজুর বাবার একমাত্র অবলম্বন ছিলেন আবু সাঈদ। তার টিউশনির টাকা দিয়ে পুরো পরিবার চলতো।তার মায়ের আর্তনাদ ছিল ‘সাঈদের এক মাসের টিউশনের টাকা দিয়ে আমরা ভাত কিনে খেতাম। সেটাও তারা কেড়ে নিলো।’

তিনি আরও লিখেন, আসুন যে ভাই নিজের ও পরিবারের কথা চিন্তা না করে রাস্তায় নেমেছিল আমরাও সাধ্যমতো আর্থিকভাবে তার পরিবারের পাশে দাঁড়াই। পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দেওয়ারও ঘোষণা দেন।

Advertisement

জেএ/এসআইটি/জেআইএম