দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বুধবার (১৭ জুলাই) বিকেলে মামলাটি দায়ের করেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ১২ জনকে। এছাড়া অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া ও শহরের শান্তি মোড় এলাকায় কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া পুলিশের কাজে বাধা দেন আন্দোলনকারীরা। এসব অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুজনকে আটকও করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, গ্রেফতার দুজনকে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

সোহান মাহমুদ/এফএ/জেআইএম