জাতীয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় ইট ছোড়েন আন্দোলনকারীরা

রাজধানীর যাত্রাবাড়ী থানা ঘেরাওয়ের চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের অবস্থানের কারণে থানা থেকে কয়েক গজ দূর থেকে ফিরে যান তারা।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় ইট ছুড়েছেন আন্দোলনকারীরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের দুইটি গাড়ি।

থানা ঘেরাওয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানার সামনে যে গাড়ি ছিল হানিফ ফ্লাইওভারের ওপর থেকে সেগুলোতে ইট ছোড়েন আন্দোলনকারীরা। এতে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী, বিএনপি, জামায়াত-শিবিরের কর্মীরা এসে ঢিল ছুড়ে। এরপর তাদের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি।

এদিকে থানার সামনে অবস্থানরত পুলিশ ও এপিবিএনের সদস্যরা এসময় ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে ফ্লাইওভারে অবস্থানকারীরা পিছু হটে। পরে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে বিজিবিসহ অভিযান পরিচালনা করে পুলিশ ও র‌্যাব।

Advertisement

আইএইচআর/এমএএইচ/