খেলাধুলা

ইংল্যান্ড পুরুষ দলের দায়িত্বে আসবেন নারী ‘গার্দিওলা’!

সারিনা ভিগম্যানকে নারী ফুটবলের কোচিং দর্শনের ক্ষেত্রে ধরা হয় মরিনহো কিংবা পেপ গার্দিওলার কাতারে। ৫৪ বছর বয়সী ভিগম্যান নারীদের কোচিং করিয়ে জিতেছেন অনেক শিরোপা। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড নারী দলকে ২০২২ সালে জিতিয়েছেন ইউরোর শিরোপা। গ্যারেথ সাউথগেটের পরিবর্তে ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকটাই অগ্রগামী ভিগম্যান।

Advertisement

ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনাল, টানা দুইবার ইউরোর ফাইনালে উঠিয়েও শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন সাউথগেট। দলের এমন পরাজয়ে ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন এই কোচ। তার বিদায়ে অনেকের নামই সামনে আসছে ইংল্যান্ডের কোচ হওয়ার ব্যাপারে। সেখানে ঘুরেফিরে আসছে সারিনা ভিগম্যানের নামও।

ব্রিটিশ স্পোর্টস রেডিও টকস্পোর্টসের তথ্যমতে, ইংল্যান্ড যে ৭ কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে, তাতে রয়েছে ভিগম্যানের নাম। বর্তমানে ইংল্যান্ড নারী ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের কাজ করছেন তিনি। মূলত, জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের ব্যাকগ্রাউন্ড থাকায় তিনি সামনে আসছেন।

ভিগম্যান নেদারল্যান্ডসের কোচ হিসেবে ২০১৭ সালে জিতেছিলেন ইউরো। ২০১৯ সালে নারী বিশ্বকাপে ডাচদেরকে রানার্সআপ করেন তিনি। এরপর ২০২১ সালে দায়িত্ব নেন ইংল্যান্ড নারী ফুটবল দলের। ২০২২ সালেই ইংল্যান্ড দলকে ইউরো চ্যাম্পিয়ন বানান তিনি।

Advertisement

২০২৩ সালেও নারী বিশ্বকাপে ইংল্যান্ডকে আবারও রানার্সআপ হতে হয় স্পেনের কারণে। তবে ২০২৩ সালে ব্রাজিলকে হারিয়ে ঠিকই নারীদের ফিনালিসিমা জয়লাভ করেন ভিগম্যান। ইংলিশ ফুটবল ফেডারেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা টকস্পোর্টসকে বলেন,  ‘ভিগম্যানের নাম অবশ্যই সবার উপরে থাকবে।’

তবে ভিগম্যানকে নিয়োগ করা অতটা সহজ হবে না ইংল্যান্ড দলের। এর আগে পুরুষ দলের কোচ হিসেবে নারীদের কোচ হওয়ার তেমন কোনো ইতিহাস নেই। সে জায়গায় ইংল্যান্ডের মত দলের কোচ হিসেবে নারীকে নিয়োগ দেওয়াটা চারদিকে বিতর্কেরও সৃষ্টি হতে পারে অনেকে আশঙ্কা করছেন। তাছাড়া পুরুষদের ফুটবলে নারীদের ফুটবলের চেয়ে চ্যালেঞ্জ বেশি। সেটা নিতে কতটা সমর্থ হবেন ভিগম্যান সেটাও একটা প্রশ্ন।

আরআর/এমএইচ/এএসএম

Advertisement