বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন এ বছর ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ (বুধবার) বাফুফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
সভার পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৩ অক্টোবর। আমরা তিন সপ্তাহ পর নির্বাচন করবো ফিফার অনুমতি নিয়েই। আমরা ফিফাকে জানাবো কেন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পর নির্বাচন করছি।’
নির্বাচন পেছানোর অন্যতম কারণ, ওই সময়ে ভেন্যু সংকট। কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘যদি নির্বাচন সেপ্টেম্বরে নির্বাচন করতে হয় তাহলে আগস্টেই সব কর্যক্রম শুরু করতে হবে। কিন্তু আগস্ট মাস শোকের বলে কার্যক্রমগুলো সেপ্টেম্বরে হবে এবং নির্বাচন অক্টোবরে।’
নির্বাচনের শিডিউল কবে ঘোষণা করা হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। বাফুফে সভাপতি বলেন, ‘কেবল তো তারিখ ঘোষণা হলো। এখন থেকে সব কার্যক্রম শুরু হবে।’
Advertisement
আরআই/এমএইচ/এএসএম