বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগে আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ফ্রান্স। এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দিদের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যমূলক মন্তব্যবের অভিযোগ করে আইনি অভিযোগ দায়ের করছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
Advertisement
গত সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা শিরোপা জয়ের পর টিম বাসে করে হোটেলে ফেরার সময় আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্স ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এ ঘটনার সময় আবার ইনস্টাগ্রামে লাইভ করেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও এক সতীর্থের কথায় মাঝপথেই সেই ভিডিও বন্ধ করে দেন তিনি।
এফএফএফ এক বিবৃতিতে বলেছে, ‘খেলাধুলা ও মানবাধিকারের মূল্যবোধের পরিপন্হী এই মর্মান্তিক মন্তব্যের গুরুত্বের পরিপ্রেক্ষিতে এফএফএফ সভাপতি বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের জন্য আইনি অভিযোগ দায়ের করতে সরাসরি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং ফিফার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।’
‘ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের গাওয়া গানে ফ্রান্স দলের খেলোয়াড়দের নিয়ে অগ্রহণযোগ্য বর্ণবাদী এবং বৈষম্যমূলক মন্তব্যের কঠোর ভাষায় নিন্দা করেছেন।’
Advertisement
পরবর্তীতে এই ঘটনায় ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। নিজের আইডি থেকে ভিডিও প্রকাশ পেয়েছে, এ কারণে নিজেকে অপরাধী যদি বলে জানিয়েছেন তিনি।
ব্যাপক সমালোচনার মুখে পড়া সেই ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, ওতামেন্দি ও ফার্নান্দেজ একটি গান গাচ্ছেন। যেখানে বলা হচ্ছে, ‘তারা ফ্রান্সে খেলে কিন্তু তাদের জন্ম অ্যাঙ্গোলাতে।’
এ ঘটনায় চেলসিতে এনজোর ক্লাব সতীর্থ ফ্রেঞ্চ তারকা ওয়েসলি ফোফানা, এনকুকু, এক্সেল দিসাসি, মালো গুস্তো তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফোলো করেছেন। ওয়েসলি ফোফানা এনজোর সেই ভিডিও কপি করে ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, ‘২০২৪ সালের ফুটবলেও বাধাহীনভাবে বর্ণবৈষম্য চলছে।’
এমএইচ/এএসএম
Advertisement