আন্তর্জাতিক

কোটা আন্দোলনকারীদের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘের

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা উচিত বাংলাদেশ সরকারের।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়টি নিবিড়ভাবে ও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

আরও পড়ুন>>

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ কোটা সংস্কার আন্দোলন: দিনভর সংঘর্ষে প্রাণ গেলো ৬ জনের টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে। আমরা যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারা একটি মৌলিক মানবাধিকার, সরকারের উচিত সেই অধিকারকে রক্ষা করা।

Advertisement

কেএএ/