ক্যাম্পাস

জবির ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিক শিক্ষার্থীদের থাকার অনুমতি দিয়েছে হল প্রশাসন।

Advertisement

বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানি সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জাবি বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সব আবাসিক শিক্ষার্থীকে জাননো যাচ্ছে যে তাদের সব দাবি (গ্যাস, পানি বিদ্যুৎ,লিফট, ইন্টারনেট, ক্যান্টিন, নিরাপত্তা) মেনে নেওয়া হলো। একই সঙ্গে তাদেরকে হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।

Advertisement

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ৯৭তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় জবি প্রশাসন। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আরএএস/কেএসআর/এএসএম