সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গত দুদিন সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। সংঘর্ষসহ নানান ঘটনার পর আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হল দখলে নেওয়ার পর তারা কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতাদের কক্ষে ভাঙচুর চালিয়েছেন।
Advertisement
বুধবার (১৭ জুলাই) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্য নেতাদের কক্ষে ভাঙচুর চালানো হয়।
জানা গেছে, স্যার এ এফ রহমান হলে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, বিজয় একাত্তর হলে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কক্ষে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মাস্টারদা সূর্যসেন হলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, কবি জসীমউদ্দিন হলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যসব হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নেতা ও পদ প্রত্যাশীদের কক্ষেও ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
Advertisement
এনএস/কেএসআর/এএসএম