চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে বিজিবি। একইসঙ্গে টহলে রয়েছে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
Advertisement
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বগুড়া শহরে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টা থেকে শহরের সাতমাথায় ব্যাপক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, পুলিশ বক্সে ও মোটরসাইকেলে আগুন, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালান কোটা আন্দোলনকারীরা। এসময় বগুড়া শহর রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগের মধ্যে চলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সন্ধ্যর দিকে পরিস্থিত স্বাভাবিক হয়। বগুড়ায় আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহলে রয়েছে বিজিবি ও র্যাব।
জেলা পুলিশ সুপার জাকির হাসান জানান, বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা মাঠে রয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
Advertisement
এসআর/এএসএম