খেলাধুলা

ফ্রান্সের ফুটবলারদের বর্ণবাদী মন্তব্য, ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

কোপা আমেরিকা জয়ের পরেই বিতর্ক পিছু নিয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের। কোপা শিরোপা জয়ের পর টিম বাসে করে হোটেলে ফেরার সময় আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্স ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এ ঘটনা আবার ভিডিও লাইভ করেন এনজো ফার্নান্দেজ। যদিও এক সতীর্থের কথায়, মাঝপথেই সেই ভিডিও বন্ধ করে দেন তিনি।

Advertisement

নিজের আইডি থেকে ভিডিও প্রকাশ পেয়েছে, একারণে এনজো ফার্নান্দেজ নিজেকেই দোষি ভাবছেন। সে কারণে ফ্রান্স ফুটবলারদের বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবলাররা বর্ণবাদী মন্তব্য করলেও, ক্ষমা চাইলেন এনজো ফার্নান্দেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এই পোস্ট দিয়ে ক্ষমা চান কোপা আমেরিকার জয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি কখনোই বর্ণবৈষম্যেকে সমর্থন করি না। ইন্সটাগ্রামে আমি যে জাতীয় দলের উদযাপনের ভিডিও প্রকাশ করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এই গানের ভেতর অনেক আক্রমণাত্মক কথা ছিল যেগুলোর কোন স্থান নেই। উদযাপনে সময়কার কথা, গানগুলো আমার চরিত্রকে নির্দেশ করে না। আমি খুবই দুঃখিত।’

ইন্সটাগ্রাম ভিডিওতে দেখা যায়, নিকোলাস ওতামেন্দি ও এনজো ফার্নান্দেজ একটি গান গাচ্ছেন যেখানে বলা হচ্ছে, ‘তারা ফ্রান্সে খেলে কিন্তু তাদের জন্ম অ্যাঙ্গোলাতে।’

Advertisement

ইতোমধ্যে এই বর্ণবাদী মন্তব্যের জেরে এনজোর ক্লাব সতীর্থ ফ্রেঞ্চ তারকা ওয়েসলি ফোফানা, এনকুকু, এক্সেল দিসাসি, মালো গুস্তো তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফোলো করেছেন। ওয়েসলি ফোফানা এনজোর সেই ভিডিও কপি করে ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে লেখেন, ‘২০২৪ সালের ফুটবলেও বাধাহীনভাবে বর্ণবৈষম্য চলছে।’

আরআর/আইএইচএস/