কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Advertisement
সরেজমিনে দেখা গেছে, পুলিশ, বিজিবি, দাঙ্গা বাহিনী মিলে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাস এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম। টিএসসি মেট্রোরেল থেকে যে কয়েজন যাত্রী নামছেন তারা আতঙ্কে রিকশা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এছাড়াও ক্যাম্পাস এলাকায় অল্প কয়েকজন শিক্ষার্থী দেখা গেলেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ।
অন্যদিকে ভিসি ভবন চত্বরে বিজিবি পুলিশ অবস্থান করছেন। সেখানে শিক্ষার্থীরাও রয়েছেন।
Advertisement
জানা গেছে, আজ বেলা ২টায় শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন।
আরএএস/জেএইচ/জিকেএস