ক্যাম্পাস

রাবির প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।

Advertisement

শিক্ষার্থীদের মূল দাবি হলো- হল বন্ধের ঘোষণা বাতিল করা, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, হল প্রভোস্টারা যেন প্রত্যেক হলে অবস্থান করেন।

এর আগে বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান।

এর আগে মঙ্গলবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম।

Advertisement

মনির হোসেন মাহিন/জেডএইচ/জিকেএস