ক্যাম্পাস

বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ শেকৃবি শিক্ষার্থীদের

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Advertisement

বুধবার সকাল ১০টায় শেকৃবি উপাচার্যের ক্ষমতাবলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আজ বিকেল ৫টার ভেতরে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী জরুরি অবস্থার ভিত্তিতে উপাচার্য সিন্ডিকেট মিটিং ছাড়াও সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে।

এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

তাসনিম আহমেদ তানিম/এমআরএম/জিকেএস