আন্তর্জাতিক

ওমান উপকূলে ট্যাঙ্কারডুবি, ১৩ ভারতীয় নিখোঁজ

ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর থেকেই নিখোঁজ সবাই।

Advertisement

তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কারও খোঁজ মেলেনি। ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে এটি।

আরও পড়ুন>

Advertisement

ওমানে হামলায় নিহতদের জাতীয়তা প্রকাশ এক ঘণ্টায় ৪৮ ফিলিস্তিনিকে হত্যা

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তাও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চার জন শ্রীলঙ্কান ছিলেন।

অন্যদিকে ওমানে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জানা গেছে, তাদের মধ্যে চারজন পাকিস্তানি ও একজন ভারতীয় রয়েছেন। তবে তিন হামলাকারীও নিহত হয়েছেন।

ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ ব্যক্তির পাশাপাশি হামলায় এক পুলিশও শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

সূত্র: গাল্ফ নিউজ, এনডিটিভি

Advertisement

এমএসএম