দেশজুড়ে

আন্দোলনরত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবেন ৫ আইনজীবী

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন ৫ আইনজীবী। মঙ্গলবার (১৬ জুলাই) আইনজীবীরা আন্দোলনরত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়ে ফেসবুক আইডিতে পোস্ট করেন।

Advertisement

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে যদি কোনো শিক্ষার্থীর আইনি সহায়তার প্রয়োজন হয় তাদেরকে সহায়তা করা হবে। এছাড়াও যদি কোনো শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তাহলে সেই শিক্ষার্থীকে জামিনের জন্য আমরা আইনি সহায়তা দেবো। এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ধরনের ফি দেওয়া লাগবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেকোনো আইনি সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিশোরগঞ্জের কেউ গ্রেফতার হলে আমাদেরকে জানাতে পারেন। কিশোরগঞ্জ জজকোর্ট থেকে আমরা তাদের জন্য আইনি লড়াই করবো।

কিশোরগঞ্জের আইনজীবীদের আইনি সহায়তা টিম ও তাদের মেবাইল নম্বরগুলো হলো-

Advertisement

অ্যাডভোকেট আ. আ. ফয়জুল করিম মুবিন। মোবাইল-০১৭১৫৫০৫৩০০

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সহসম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দীন রুবেল। মোবাইল- ০১৭১২৪৭৯৩৯২

জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন। মোবাইল-০১৭১০৩২৭১৬৯

অ্যাডভোকেট ইফতেখার বিন তারেক প্রান্ত। মোবাইল- ০১৬৪৮৮৭৮০৩১

Advertisement

অ্যাডভোকেট সামিউল হাসান আকন্দ। মোবাইল-০১৬৭৭৪৩০৭৫৩

এসকে রাসেল/এফএ/জেআইএম