জাতীয়

সায়েন্সল্যাব ছেড়েছেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ ৭ ঘণ্টা পর সায়েন্সল্যাব মোড়ের যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে গণমাধ্যমকর্মী ও পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা সায়েন্সল্যাব ছেড়ে চলে যান। এরপরে গাড়ি চলাচল শুরু করে।

Advertisement

এ সময় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত ওসি আমিনুল ইসলাম বলেন, এখানে এসে দুইপক্ষের মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। দুই পক্ষই ফিরে গেছে। এখানে ভাঙচুরসহ আজকের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে সংঘর্ষে আরও একজনের মৃত্যু ঢাকা-চট্টগ্রাম-বগুড়া-রাজশাহী-রংপুরে বিজিবি মোতায়েন

এর আগে আজ দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীদের কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।

Advertisement

আরএএস/এমআরএম/এএসএম