ক্যাম্পাস

কোটাবিরোধী আন্দোলন: দিনভর উত্তাল শেকৃবি

কোটাবিরোধী আন্দোলন নিয়ে দিনভর উত্তাল ছিল রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। লুৎফর হলের শিক্ষার্থীদের অভিযোগ, কোনো শিক্ষার্থীকে একা পেলে তার মোবাইল ফোন চেক করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনে যোগ না দিতে হুমকিও দিচ্ছেন তারা।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের ওপর কেউ হামলায় জড়িত থাকলে তাকে বয়কটের ডাক দিয়েছেন শেকৃবি শিক্ষার্থীরা। এরই মধ্যে কয়েকজন ছাত্রলীগকর্মীকে বয়কট করেছেন তাদের ব্যাচের অন্যরা।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা নিজেদের কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় ছাত্রলীগের মিছিলে যোগ দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহমুবুল হাসানসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরাও। ছাত্রলীগের মিছিল শেখ লুৎফর রহমান হলের পাশ দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতে হলের সামনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রভোস্টরা।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল ও প্রক্টর অধ্যাপক ড. হারুনর রশীদসহ প্রশাসনের এক প্রতিনিধিদল আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই।’

তাসনিম আহমেদ তানিম/কেএসআর/জেআইএম

Advertisement