কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটছে।
Advertisement
এর মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে সাতটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত বাংলাদেশ সচিবালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখান থেকে হাইকোর্ট মোড়ের দিকে চলে যায়। যাওয়ার সময় পালাক্রমে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে তারা।
আরও পড়ুন
Advertisement
অন্যদিকে বাস দুটি মিরপুর থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল। জাতীয় প্রেস ক্লাবের সামনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের অধিকাংশই পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি করেছেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি এদিন রাস্তায় নামে কলেজপর্যায়ের শিক্ষার্থীরাও। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছেন।
কেএইচ/এনএইচ/বিএ/এএসএম
Advertisement