একদিকে জগন্নাথ হলে অবস্থান করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে টিএসসিতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উভয় পক্ষই মাঝেমধ্যে তেড়ে আসছে একে অন্যের দিকে।
Advertisement
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে দেখা যায়, দুপক্ষই একে অপরের দিকে লাঠি হাতে এগোতে থাকে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হওয়ার পরিস্থিতি দেখা যায়। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীরা জগন্নাথ হলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ছাত্রলীগের নেতারা তাদের কর্মীদের সরিয়ে আনেন। কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের এক সাবেক নেতাকে পিটিয়ে আহত করেন।
এ প্রতিবেদন লেখার সময় দুপক্ষকে একে অপরের থেকে ২৫০ মিটার দূরত্বে অবস্থান করতে দেখা যায়। যে কোনো মুহূর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি।
টিটি/কেএসআর/জেআইএম
Advertisement