সোশ্যাল মিডিয়া

জাফর ইকবালের লেখায় নেট দুনিয়ায় সমালোচনা

কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তার নিজহাতে লেখা একটি চিরকুট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চিরকুটের জবাবে বিভিন্নজন নিজেদের ওয়ালে পোস্ট করেছেন। অনেকেই তাকে নিয়ে বিদ্রুপ করেছেন।

Advertisement

পাভেল রহমান লিখেছেন, ‘চিঠিটা জাফর ইকবাল স্যারেরই লেখা। আর বললেন, কোটা সংস্কারের দাবিতেও তাঁর সমর্থন আছে...।’

টিপু সুলতান লিখেছেন, ‘স্যার, মুহম্মদ জাফর ইকবাল আপনার আসবার দরকার আছে কোনো? চুড়ি, শাড়ি পরে আর রক্তের মতো লিপিস্টিক ঠোঁটে লাগিয়ে আফ্রিকান নৃত্য করেন।’

শামীম আহমাদ লিখেছেন, ‘স্যারের হাতের লেখা দেখে মুগ্ধ। সাত লাইনের মধ্যে আবার দুইটা শব্দে কাটাকাটি। স্যার নিশ্চয়ই এই লেখা কপি মারেন নাই।’

Advertisement

আরও পড়ুনজড়িত ক্যাডারদের তালিকা চান নেটিজেনরা ভাইরাল যেন না হয় ভাইরাস 

রাসেল রায়হান লিখেছেন, ‘আইসেন না, প্লিজ। আপনার মুখও আর কেউ দেখতে চায় না, স্যার।’

সাদিকুর রহমান লিখেছেন, ‘টেন মিনিটস স্কুল শাসকের ছাতার নিচ থেকে একটা মাত্র স্ট্যাটাসে ছিটকে পড়েছে। প্রিয় জাফর ইকবাল স্যার সেই পথে হাঁটেননি। সেই জন্য তাকে অভিনন্দন জানাই। আপনারাও এমন শাবককে অভিনন্দন জানান, প্লিজ।’

জানা যায়, ড. মুহম্মদ জাফর ইকবাল তার চিরকুটে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।’

Advertisement

তিনি আরও লেখেন, ‘আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

এসইউ/