দেশজুড়ে

পেট্রাপোলে স্বর্ণসহ ট্রাকচালক আটক

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া এক কেজি ৮শ গ্রাম স্বর্ণসহ এম বাদায়ে (৪০) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। বেনাপোল চেকপোস্ট বিজিবির আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটক ট্রাকচালকের বাড়ি দক্ষিণ ভারতে বলে জানা গেছে। বুধবার সকালে স্বর্ণের এ চালানটি আটক হয়। চেকপোস্ট সুত্রে জানা গেছে, এনএল ০২-কে-০০১১ নম্বরের একটি ভারতীয় ট্রাক বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মালামাল আনলোড করে স্বর্ণ চোরাকারবারীদের দেওয়া ১ কেজি ৮শ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার নিয়ে ভারতের পেট্রাপোল কাস্টমসের সামনে পৌঁছালে ট্রাকটি আটক করে বিএসএফ সদস্যরা। পরে ট্রাক তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।  বেনাপোল চেকপোস্ট বিজিবির আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, নো-ম্যান্সল্যান্ডে কর্মরত কুলিদের মাধ্যমে জানা যায়, বিএসএফ সদস্যরা ১৮টি সোনার বারসহ এক ট্রাকচালককে আটক করেছে। পরে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে তার সত্যতা পাওয়া যায় বলে তিনি জানান। জামাল হোসেন/এফএ/এমএস

Advertisement