খেলাধুলা

পদত্যাগের ঘোষণা দিলেন ইংল্যান্ডের কোচ সাউথগেট

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রায় আট বছরের সম্পর্কচ্ছেদ হলো গ্যারেথ সাউথগেটের। ইউরো ফাইনালে স্পেনের কাছে হেরে ইংল্যান্ডের শিরোপাস্বপ্ন ভাঙার পর কোচের পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

Advertisement

৫৩ বছর বয়সী সাউথগেটের অধীনে ইংল্যান্ড চারটি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছে, এর মধ্যে দুটিতে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি।

সাউথগেট ইংল্যান্ডকে সবমিলিয়ে ১০২টি ম্যাচে কোচিং করিয়েছেন। তার মধ্যে দল জিতেছে ৬১টিতেই, হার মাত্র ১৭ ম্যাচে।

কিন্তু এমন সফলতা যেন ঢাকা পড়ে গেছে বড় টুর্নামেন্টে ইংল্যান্ড ট্রফি নিয়ে ফিরতে না পারায়। রোববার রাতে বার্লিনে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে ওঠা সাউথগেটের শিষ্যরা।

Advertisement

সাউথগেটের সঙ্গে ইংল্যান্ডের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। তবে আগেভাগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ২০২৬ বিশ্বকাপে নতুন কোচের অধীনে খেলতে হবে ইংল্যান্ডকে।

ফুটবলার থেকে কোচ হওয়া সাউথগেট এক বিবৃতিতে বলেছেন, একজন গর্বিত ইংলিশ হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং কোচিং করানো আমার জন্য গর্বের। এটা আমার জন্য সবকিছু, আমি সর্বোচ্চটাই দিয়েছি। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। নতুন অধ্যায় শুরু করার। বার্লিনে রোববার স্পেনের বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে আমার শেষ ম্যাচ।

২০১৬ সালে স্যাম অ্যালারডিসের পদত্যাগের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান সাউথগেট। এর আগে তিনি কাজ করেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে।

২০১৮ সালে সাউথগেটের অধীনে ইংল্যান্ড ব্শ্বিকাপের সেমিফাইনাল খেলে। দারুণ লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার কাছে হারে তারা। তিন বছর পর ইউরো কাপে প্রথমবারের মতো ইংল্যান্ডকে ফাইনালে তোলেন সাউথগেট।

Advertisement

২০২২ বিশ্বকাপের আগে সাউথগেটের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় ইংল্যান্ড। কিন্তু ওই বিশ্বকাপে শেষ আট থেকেই বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। চারটি বড় টুর্নামেন্টের দুটিতে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হচ্ছে সাউথগেটকে।

এমএমআর/এএসএম