দেশজুড়ে

রাঙ্গামাটিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকের দরজা ভেঙে রাস্তায় চলে আসেন।

শিক্ষার্থীরা কাপ্তাই প্রধান সড়কের নতুনবাজার উদ্দেশ্যে গমন করলে সেখানে অবস্থানরত উপজেলা ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করলে শিক্ষার্থীরা ফিরে এসে মূল ফটকের সামনে কাপ্তাই-আসামবস্তী সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুনরায় কাপ্তাই-বিএসপিআই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুনবাজার এলাকায় আসে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

সাইফুল উদ্দীন/জেডএইচ/জেআইএম