আন্তর্জাতিক

ওমানে মসজিদের কাছে গুলি, নিহত ৪

ওমানের রাজধানী মাস্কটে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আল-ওয়াদি-আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে গুলির ঘটনা ঘটে। এর পরই পুলিশ এগিয়ে যায়।

আরও পড়ুন>

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৪ ভারতীয় সেনা নিহত ইসরায়েলের ৫ নাগরিক, তিন সংস্থার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব মাস্কটে মসজিদের কাছে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

Advertisement

ওমানে পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে পাকিস্তানি রয়েছে।

এ ধরনের হামলা ওমানে নজিরবিহীন। আঞ্চলিক বিভিন্ন সংঘাতে দেশটি মধ্যস্থতা করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে, আহতদের হাসপাতালে দেখতে গেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলি।

তিনি ওমানে পাকিস্তানিদের স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ও যে এলাকায় গুলি চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

মাস্কটে মার্কিন দূতাবাস গুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

সূত্র: গাল্ফ নিউজ।

এমএসএম