জাতীয়

রায়সাহেব বাজারে জবি শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জবি থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

Advertisement

রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রক্টরিয়াল টিম আন্দোলনকারীদের দখলে সায়েন্সল্যাব মোড়, পিছু হটলো ছাত্রলীগ

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে স্টাম্প, লাঠি নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আরএএস/এসএনআর/জেআইএম

Advertisement