ক্যাম্পাস

জাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাভার-আশুলিয়া এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটা থেকে ‘জাবি তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন এসব শিক্ষার্থীরা।

এর মধ্যে গণ বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইউনিভার্সিটি, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার সরকারি কলেজ, বিপিএটিসি কলেজ, বেপজা কলেজ, সাভার ক্যান্টনমেন্ট কলেজ, ধামরাই সরকারি কলেজ, সাভার ল্যাবরেটরি স্কুলসহ আরও কয়কটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।

গণ বিশ্ববিদ্যালয়ের থেকে আসা এক শিক্ষার্থী বলেন, নবীনগর, সাভারসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ-যুবলীগ অবস্থান নিয়েছে। তারা আমদের আসতে বাধা দিয়েছে। কিন্তু আমারা তাদের বাধা মানিনি। পরে আমরা সংখ্যায় বেশি হওয়ায় তারা কিছু করতে পারেনি।

Advertisement

সাভার সরকারি কলেজের শিক্ষার্থী ইলহাম আতিব বলেন, আমরা পরীক্ষা শেষ করেই এখানে চলে এসেছি। আমাদের ভাইদের ওপর আক্রমণ হচ্ছে। আমরা বসে থাকতে পারি না। আমরাও তো পড়াশোনা কর। কোটার দুর্ভোগ তো আমাদেরও পোহাতে হবে।

জেডএইচ/জেআইএম