জাতীয়

সরে গেছে আন্দোলনকারীরা, মিরপুরে যান চলাচল স্বাভাবিক

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরের সড়ক থেকে সরে গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ১০ নম্বর গোল চত্বর থেকে সরে যায়।

Advertisement

এর আগে, দুপুর দুইটার দিকে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে বিইউবিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন বেলা ১১টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ১০ নম্বর গোল চত্বর ও চারপাশের এলাকা অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীদের এ আন্দোলনে মিরপুর-১০ নম্বর এলাকাসহ চারপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনরণক্ষেত্র সায়েন্সল্যাব, দফায় দফায় চলছে সংঘর্ষরাবির বঙ্গবন্ধু হলে আগুন, ভেতরে আটকা শিক্ষার্থীরাশহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, ঢাবি ক্যাম্পাসজুড়ে উত্তেজনা

আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইলুল বলেন, মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

এসএম/এমআরএম/জেআইএম