কক্সবাজারে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Advertisement
এর আগে বেলা ১১টার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোড এলাকায় অবস্থান নেন।
এরপর দুপুর ১২টার দিকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হন। এ সময় কলেজে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বহিরাগত দাবি করে ধাওয়া দেন। তাদের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা লিংক রোডের দিকে চলে যান। প্রায় ১০-১৫ মিনিট পর আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে কক্সবাজার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের দিকে এগোলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, কলেজে ‘আইসিটি’ পরীক্ষা চলছিল। হঠাৎ শিক্ষার্থী নামধারী বহিরাগত শিবির ক্যাডাররা কলেজে প্রবেশ করতে চাইলে আমরা তাদের বাধা দেই। পরে তারা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। পরে ক্যাম্পাসের বাইরে থেকে আমাদের দিকে ইটপাটকেল মারা হয়।
Advertisement
জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন, কলেজের শিক্ষার্থীরা সবাই পরীক্ষা কেন্দ্রে। হঠাৎ করে বহিরাগত সশস্ত্র কিছু যুবক ক্যাম্পাসে অস্থিরতার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, কলেজের পোশাক পরা কিছু যুবক লিংকরোডে সড়ক অবরোধ করতে পারে- এমন তথ্য পেয়ে আমরা সেখানে অবস্থান করি। কিছুক্ষণ পর তারা মিছিল করে চলে যায়। তারা কক্সবাজার সরকারি কলেজের দিকে গেলে কিছুটা সমস্যা তৈরি হয়। দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এখন স্বাভাবিক রয়েছে।
সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম
Advertisement