দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ কলেজ শিক্ষার্থীদের

কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার বারঘরিয়ায় সকাল ১০টায় থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত দুই দফায় সড়ক অবরোধ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা। পরে কলেজের অধ্যক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের ক্লাসে পাঠান।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা কলেজের পোশাক গায়ে আইডি কার্ড নিয়ে সড়ক অবরোধ করেন। তারা বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক অবরোধ করেন। এসময় সেতুর দুপাশে শতশত গাড়ি আটকে যায়। তবে জরুরি গাড়িগুলো পার করে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ করেছেন। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ছাত্ররা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পুলিশ সমন্বয় করে ক্লাসে পাঠিয়েছে।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস