রোববার (১৫ জুলাই) অলিম্পিক মশাল নিয়ে প্যারিসের ল্যুভর জাদুঘরের কাছে বিটিএস সদস্য জিনকে দেখা গেছে। কে-পপ সুপারগ্রুপ বিটিএসের সিনিয়র সদস্য জিন। প্যারিসে রোববারের অলিম্পিক শিখার মশাল বাহক ছিলেন।
Advertisement
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় তার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করার পর জিন প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কাছে অলিম্পিক মশাল বহন করেছিলেন। চলতি বছরের শেষদিকে জিনের গানে নিয়মিত হওয়ার কথা জানা গেছে।
আরও পড়ুন:
গানের পাণ্ডুলিপি হারিয়ে আদালতে শিল্পী অডিশনে বাদ পড়েছিলেন জ্যাকম্যানমশাল বহন করার অনুষ্ঠান থেকে জিনের ছবি এবং ভিডিও সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অলিম্পিক শিখা নিয়ে ল্যুভর মিউজিয়ামে বিটিএস ব্যান্ড সদস্যের জন্য অপেক্ষারত ভক্তদেরও দেখা গেছে।
Advertisement
2024 파리 올림픽을 밝히는 BTS Jin 화합과 평화의 메시지를 담은 성화봉송은 7월 26일 2024 파리 올림픽 개막식까지 이어집니다.#파리2024 #RoadToParis2024 pic.twitter.com/r9kysr7rnW
— 올림픽 (@Olympic) July 15, 2024জিনকে অভিবাদন জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিটিএস আর্মির ভক্ত-অনুরাগীরা ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে হাজির হয়েছিলেন।
জিন মশাল বহনের পর এক বিবৃতিতে বলেন, ‘মশাল বহনের আয়োজনে অংশ নিতে পেরে ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আমি ভক্তদের ধন্যবাদ জানাই, তাদের জন্যই আজ এখানে এসেছি।’
এমএমএফ/এমএস
Advertisement